‘বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে’, ত্রিপুরার মাটিতে খেলা শুরু করে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা : খেলা শুরু ত্রিপুরার মাটিতে। সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাশট্যাগ এবার ত্রিপুরা’ ট্রেন্ডিং তৃণমূলের। ২০২৩-এ ঘাসফুল ফোটানোর লক্ষ্যে বিপ্লব দেবের গড়ে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করলেন তিনি। মন্দির চত্বরে ‘গো ব্যাক’ স্লোগান অভিষেককে লক্ষ্য করে। বিজেপির বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ। পালটা ‘খেলা হবে’ স্লোগান তৃণমূল কর্মীদের।
এদিকে আগরতলায় তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর উপলক্ষে আগরতলা শহরে দলের পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেইসময় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি ও মারধর করার অভিযোগ ওঠে।
তৃণমূলের পতাকা ছেঁড়ার ঘটনার নিন্দা করে ত্রিপুরার তৃণমূল নেতা প্রীতম শীল একটি ট্যুইট করেন। সেখানে লেখেন, ‘গণতন্ত্রের ধর্ষণ’। বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে আঙুল তুলে তাঁর কটাক্ষ, ‘গণতন্ত্রের কোনও বালাই নেই, বিজেপি শাসিত রাজ্যগুলি ধর্ষণের রাজধানী হয়ে উঠছে’।
এদিকে, ‘বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে। আমাদের যত তাতাবে, তত শক্তিশালী হবে তৃণমূল। ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল’। আগরতলায় বসে হুঙ্কার ছাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একজন সাংসদ কী ভাবে আক্রান্ত হন ত্রিপুরায়? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ দাবি করলেন অভিষেক।
Comments are closed.