টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক, রুপো জয় মণিপুরের মীরাবাই চানুর
সাম্যজিৎ ঘোষ
রিও অলিম্পিের দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে টোকিওতে সফল হলেন মীরাবাই চানু। ভারোত্তলনের ৪৯ কেজি ইভেন্টে রুপো জয় করে এই অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্রথম পদক এনে দিলেন মণিপুরের মেয়ে চানু। ৪৯ কেজি ইভেন্টে মোট ২০২ কেজি ওজন তুলে একটুর জন্য সোনার পদক হাতছাড়া হয় চানুর। চিনের ঝি হুই হু সোনা জেতেন ২১০ কেজি তুলে। ব্রোঞ্জ ইন্দোনেশিয়ার।
চানু তাঁর ইভেন্টে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি তুলে চিনা প্রতিযোগীর থেকে এগিয়ে থাকলেও স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি ওজন তুলে একটুর জন্য সোনা হাতছাড়া করেন। চিনের ঝি হুই স্ন্যাচ বিভাগে ৯৪ কেজি তুলে নতুন গেমস রেকর্ড করেন। চানুর সামনে লক্ষ্য ছিল ৮৯ কেজি। কিন্তু তা তুলতে ব্যর্থ হওয়ায় রুপোতে সন্তুষ্ট থাকতে হয়। এর আগে ২০০০ সালে কর্নম মালেশ্বরী সিডনি গেমসে ব্রোঞ্জ জয় করেছিলেন। চানু এবার একধাপ এগিয়ে দিলেন দেশকে।
Comments are closed.