রাজ্যসভায় সাসপেন্ড শান্তনু সেন, পুরো বাদল অধিবেশনে থাকতে পারবেন না তৃণমূল সাংসদ

নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে রিপোর্টের কাগজ ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলার অভিযোগেই তৃণমূল সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। পুরো বাদল অধিবেশনে আর থাকতে পারবেন না তৃণমূল সাংসদ। সাসপেন্ড হওয়া মাত্রই কক্ষ ছেড়ে বেরিয়ে যান শান্তনু সেন। রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল।
রাজ্যসভায় বৃহস্পতিবারের এই ঘটনায় শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনে গেরুয়া শিবির। শুরু হয় জোর বিতর্ক। শুক্রবার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ডের জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি জানায় শাসক শিবির। এরপরই কড়া পদক্ষেপ করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। গোটা বাদল অধিবেশনের জন্য তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করে দেন তিনি।
Comments are closed.