করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু-শূন্য ১৯ জেলা, নাইট কারফিউ না মানলে কড়া পদক্ষেপ
নিজস্ব সংবাদদাতা : প্রায় সাড়ে তিন মাস পর কোভিডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু-শূন্য কলকাতা। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় এক জনেরও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। পাশাপাশি কলকাতা ছাড়াও রাজ্যের ১৯ জেলাতেও ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর নেই। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৮। গত কয়েকদিন ধরেই খুব দ্রুত হারে কমছিল করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ। সপ্তাহের শেষে তা আরও কমল। জানা গেছে, ৩০শে জুলাই পর্যন্ত যেসব বিধি নিষেধ নবান্ন জারি করেছে, সেগুলি মানার বিষয়ে কড়া নির্দেশ গেছে জেলা শাসকদের কাছে।
এদিকে নাইট কারফিউ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে জেলা প্রাশাসনকে। এমনই নির্দেশ জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। বর্তমানে রাজ্য সরকারের জারি করা করোনাবিধি অনুযায়ী রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ জারি রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই সময় বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বন্ধ রাখতে হবে সমস্ত দোকানপাটও। নাইট কারফিউ মানতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই নিয়ম না মানলে নিয়মভঙ্গকারীর বিরুদ্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানাও করার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.