Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজ্যে ফের জেএমবি জঙ্গির খোঁজ! বারাসতে এসটিএফের জালে আরও এক সন্দেহভাজন

নিজস্ব সংবাদদাতা : হরিদেবপুরের পর ফের বারাসতে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। গতকাল রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত বারাসতের বাসিন্দা লালু সেন ওরফে রাহুল জেএমবি জঙ্গি নাজিউরের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গিয়েছে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করেই রাহুলের খোঁজ মেলে।

- Sponsored -

সূত্রের খবর, বাংলাদেশ থেকে হুণ্ডির মাধ্যমে টাকা লেনদেন করত রাহুল। জঙ্গিদের জন্য বানাত ভুয়ো পরিচয়পত্র, প্যান কার্ড এবং আধার কার্ড। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটো ল্যাপটপ, আই প্যাড, মোবাইল ফোন ও সন্দেহজনক নথি। এদিকে হরিদেবপুর থেকে ধৃত ৩ জেএমবি জঙ্গিকে জেরা শুরু করল এনআইএ। লালবাজারে ধৃতদের জেরা করছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর সন্ত্রাসদমন শাখাও। সূত্রের খর, ধৃত নাজিউরকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। কেবল মাত্র জেএমবি নয়, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে নাজিউরের যোগ পাওয়া গিয়েছে।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.