Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজপথে গরুর গাড়ি! পেট্রোপণ্যের দামবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ ওয়েবকুপার

নিজস্ব সংবাদদাতা : কলকাতার রাজপথে চলছে গরুর গাড়ি। এভাবে পেট্রোপণ্যের দাম বাড়তে থাকলে রাজপথে গরুর গাড়ির দেখা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক হবে না। সেই ভাবনা থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা রাজপথে গরুর গাড়ি চালাচ্ছেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। রবিবার কলকাতার হাজরা মোড়ে অভিনব বিক্ষোভ কর্মসূচিতে নামলেন অধ্যাপক-অধ্যাপিকারা। ওয়েস্ট বেঙ্গল কলেজ ও ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন বা ওয়েবকুপা (WBCUPA)-র পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে অংশ নেন প্রায় ৬৫ জন সদস্য।

- Sponsored -

তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেস বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচি নিয়ে এদিন পথে নেমেছে ওয়েবকুপা। যদিও, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এভাবে পথে নেমে আন্দোলন করা নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতির গলায়।

ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু তার পাল্টা বলেন, ‘আন্দোলন করে তেলের দাম যদি নাও কমে, আন্দোলনই স্বৈরাচারীর পতন ঘটায়। এবং আন্দোলনের মাধ্যমেই প্রকৃত রাষ্ট্র নায়কের উত্থান হয়। ২০২৪ সালে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে ওয়েবকুপা বিশ্বাস রাখে।’

অধ্যাপক অধ্যাপিকাদের দাবি, গরুর গাড়ি নিয়ে প্রতীকী অবস্থান হলেও আগামী দিনে খুব শীঘ্রই ফিরে আসছে এমন দিন। কারণ, সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। একশো ছুঁই ছুঁই ডিজেল। গ্যাসের দামও হাজারের দোরগোড়ায়। এদিন কেন্দ্রীয় সরকারের এই দাম বৃদ্ধি নিয়ে সরব হন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা। চড়া বাজার, পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি ও উদাসীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলা হয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.