উচ্চপ্রাথমিকে অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের, স্বস্তিতে রাজ্য
নিজস্ব সংবাদদাতা : উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগে জারি করা অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত মেধাতালিকায় সন্তুষ্ট হওয়ায় কোর্ট এদিন স্থগিতাদেশ তুলে নেয়। একইসঙ্গে আদালত জানিয়েছে প্রকাশিত তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে দু’সপ্তাহের মধ্যে তা স্কুল সার্ভিস কমিশনকেই জানাতে হবে। আট সপ্তাহের মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের কোনও আধিকারিক। এরপর চিঠি বা ইমেল মারফত প্রার্থীকে জানাবে এসএসসি। পুরো প্রক্রিয়াটি মোট ১২ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেও কোনও অভিযোগ থাকলে দরজা খোলা আছে আদালতের।
নতুন যে সংশোধিত তালিকা এসএসসির তরফে প্রকাশ হয়েছে তা থেকে দ্রুত শিক্ষক নিয়োগ সেরে ফেলতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমি চাই না নিয়োগে আরও দেরি হোক। ৫ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অনেকেরই বয়সসীমা পেরিয়ে গিয়েছে। রাজ্য সরকার ও কমিশনকে অনুরোধ করব, তাঁদের ৫ বছর ছাড় দেওয়া হোক।’
তবে আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলেও অস্বচ্ছতার অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান বহু চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, যোগ্যতা থাকলেও তালিকায় নাম নেই তাঁদের। অন্যদিকে শুক্রবারও মার্কশিট নিয়ে অতিরিক্ত চার্জশিট জমা পড়েছিল আদালতে। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটি গ্রহণ করেননি।
Comments are closed.