ভ্যাকসিন কাণ্ড নিয়ে কলকাতা পুরসভা অভিযান বিজেপির
নিজস্ব সংবাদদাতা: ভ্যাকসিনকাণ্ডে বিজেপির ডাকা কলকাতা পুরসভা অভিযান কার্যত ধস্তাধস্তিতেই সীমিত থাকল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুরলীধর লেন থেকে মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার দিয়ে যাওয়ার কথা থাকলেও পুলিশকে নাস্তানাবুদ করতে রুট পরিবর্তন করেন বিজেপি নেতারা। রুট পরিবর্তন করে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে এগোতে থাকে মিছিল। চাঁদনি চক মেট্রো স্টেশনের পাশ দিয়ে পৌরসভার দিকে যাওয়ার পথে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু-সহ বহু বিজেপি নেতা-কর্মীকে।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতীকী প্রতিবাদ করছিলাম। রাস্তায় মিছিল শুরু হতেই আমাদের বিধায়ক-সাংসদদের পুলিশ বাধা দেয়। পরে তুলে নিয়ে গিয়েছে। এটা গা জোয়ারি হচ্ছে। আমরা ভেবেছিলাম সরকারকে কাজ করতে দেব। আমরাও তো বিরোধী হিসাবে শক্তিশালী। কিন্তু সরকার যে ভাবে জনবিরোধী কাজ করছে তা মানা যায় না। ভ্যাকসিন লুঠ করছে, ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে। অন্যায়ের প্রতিবাদ হবেই।’
Comments are closed.