মহাত্মা গান্ধির চোখে সানগ্লাস! ‘কাকু বলে ডাকি, আর কোনও দিন করব না’, সাফাই মাতাল লেদুর

নিজস্ব সংবাদদাতা : মহাত্মা গান্ধির চোখে সানগ্লাস! জাতির জনকের পরিচিত চশমা চোখে নেই। গেল কোথায়? সকাল থেকেই এই খবর জানাজানি হতে তীব্র চাঞ্চল্য বর্ধমান শহরের শালবাগানে। গান্ধির মূর্তিতে চশমা খুলে সানগ্লাস পরাল কে? খোঁজ নিয়ে ধরা পড়ল মাতাল বিনয় রায় ওরফে লেদু। বেচাল মাতালের বেতাল কাণ্ডের খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে।
মাতাল বিনয়ের সাফাই, 'ওনাকে কাকু কাকু বলে ডাকি। এরকম হবে বুঝিনি। ক্ষমা চেয়ে নিলাম।' pic.twitter.com/xOfAxFosMd
— Bengal Fast (@bengal_fast) July 4, 2021
ধরা পড়ে মাতাল লেদুকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় মানুষজনেরা। তবে নেশার ঘোরে যে এমন কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়েছে লেদু তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। শ্রীঘরে যাওয়ার আগে গান্ধিজির পা ধরে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। গান্ধিজির উদ্দেশে বললেন, আর কোনও দিন আপনাকে চশমা পরাব না। আর কোনও দিন এ কাজ করব না। ওনাকে কাকু কাকু বলে ডাকি। এরকম হবে বুঝিনি। ক্ষমা চেয়ে নিলাম।’
Comments are closed.