সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে স্পেন
সাম্যজিৎ ঘোষ
ইউরো কাপে শুক্রবার টাইব্রেকারে স্পেন ৩-১ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেল শেষ চারে। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় স্পেন। ডেনিস জাকারিয়া শুরুতেই আত্মঘাতী গোল করে বসেন। আলবার ভলি জাকারিয়ার পায়ে লেগে গতি বদলে ঢুকে যায় গোলে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জার্দান শাকিরির দুরন্ত গোল সমতায় ফেরায় সুইসদের। এই সময়ে আরও গোল করতে পারত সুইসরা।
🇪🇸 Spain equalled their highest ever EURO goals tally to bring Switzerland's #EURO2020 run to a close!
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
সমতায় ফেরার ৯ মিনিটের মধ্যেই ১০ জনে হয়ে যায় সুইৎজারল্যান্ড। ফ্রেউলার স্পেনেরে মোরেনোকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু ১০ জনের সুইসদের পেয়েও আধিপত্য দেখাতে পারেনি স্পেন। অবশ্য এর জন্য বড় কৃতিত্ব প্রাপ্য সুইস গোলরক্ষক ইয়ান সমারের। দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন তিনি। নির্ধারিত সময় খেলা ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে তিনটি শট নষ্ট করে সুইসরা। ৩-১ জিতে স্পেন শেষ চারে উঠল। এরপর সামনে ইতালি।
Comments are closed.