বাংলা ভাগের দাবি! বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ধূপগুড়ি থানায়

নিজস্ব সংবাদাতা : আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে এবার ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছেন বিজেপির দুই সাংসদ। ইতিমধ্যে দুই সাংসদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয়েছে অভিযোগ। এবার বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল ধূপগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হল এদিন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য যুব সম্পাদক ইভান দাস, টাউনের যুব সভাপতি বৈদ্যনাথ কুণ্ডু, তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ সভাপতি কৌশিক রায়, গ্রামীণ সহ-সভাপতি তমাল ঘোষ-সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য কর্মীরা। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ সভাপতি কৌশিক রায় জানায়, ‘দুই সাংসদ জন বারলা ও সৌমিত্র খাঁ উত্তরবঙ্গকে পৃথক রাজ্যে ভাগ করার দাবি করে। তাঁদের এই দাবির বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন ধূপগুড়ি থানায় দুই সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল ধূপগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।’
Comments are closed.