ইউরোয় অচেনা জার্মানি, দুরন্ত ইংল্যান্ড
সাম্যজিৎ ঘোষ
ইউরো কাপের মহারণে প্রাপ্তি জার্মানির প্রতিরোধহীন ফুটবল। আর তার পূর্ণ সুযোগ নিয়ে ইংল্যান্ডের দাপুটে রাজকীয় ফুটবল। এ যেন একদল জার্মান, ইংল্যান্ডের জার্সি পরে মাঠে রাজত্ব করল। অন্যদিকে ছোট দলের মতো কোণঠাসা ফুটবল খেলল জার্মানি। এই ধরনের ম্যাচে মাঝমাঠের দখল যারা নিতে পারে তারাই ম্যাচ নিয়ন্ত্রণ করে। শুরু থেকেই ইংল্যান্ডের রাইস, ফিলিপ্সরা মাঝমাঠের দখল নিয়ে নিল। একইসঙ্গে প্রেসিং ফুটবল খেলে তাড়া করল মুলারদের। রক্ষণকে জমাট করে ভোঁতা করে দিল ওয়ারনারদের আক্রমণ। এই চাপে ছন্নছাড়া হয়ে গেল জার্মানির খেলা। চাপ সামলাতে না পেরে একসময়ে ভেঙে পড়ল জার্মান প্রতিরোধ।
🏴 England have won all 13 games in which Raheem Sterling has scored 💪@sterling7 | @England | #EURO2020 pic.twitter.com/zMSeBUgdOE
— UEFA EURO 2020 (@EURO2020) June 30, 2021
জার্মানির ডান প্রান্তকে টার্গেট করেছিল কেনরা। আর এই ডান দিক দিয়েই দুটি সুযোগসন্ধানী গোল করে গেলেন স্টারলিং এবং হ্যারি কেন। দুটো সোনার সুযোগ কাজে লাগাল ইংল্যান্ড। উল্টোদিকে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল জার্মানি। যার খলনায়ক মুলার। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জোয়াকম লো-র ছেলেরা। কোচ লো-র বিদায়ও হতাশায় শেষ হল। অন্যদিকে মাপা পেশাদারি ফুটবল খেলে গেল সাউথগেটের ছেলেরা। এই ফুটবল খেলে আরও বড় সাফল্যের ইঙ্গিত দিয়ে রাখল কেনরা। এখনও কোনও গোল হজম না করে শেষ আটে উঠে নতুন স্বপ্ন দেখাচ্ছে নতুন ইংল্যান্ড।
Comments are closed.