ক্রোটদের ৩-৫ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

সাম্যজিৎ ঘোষ
শেষ মুহূর্তের নাটকে ইউরো কাপে শেষ আটে উঠল স্পেন। আট গোলের অবিশ্বাস্য এক ম্যাচ হল কোপেনহেগেনে। একই সঙ্গে বেশ কয়েকটি নজিরও গড়ল স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচ। ১৯৬০-এর পর ইউরোর কোনও ম্যাচে এতগুলো গোল হল। সেবার হয়েছিল ৯ গোল। এবার ৮ গোল। ২-৩ গোলে পিছিয়ে থাকা ক্রোয়েশিয়া নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ৩-৩ করে দেয়। অতিরিক্ত সময়ে আরও দুটি গোল স্পেনের। ১২০ মিনিটের দুদ্ধর্ষ ম্যাচে ক্রোটদের ৩-৫ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট জোগাড় করে নিল স্পেন।
প্রথমার্ধে আকস্মিক ভাবে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। পরে ছন্দ ফিরে পেয়ে তিন গোল করে ম্যাচ প্রায় পকেটে নিলেও মদ্রিচদের মরণকামড়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও এবার মোরাতারা আর কোনও সুযোগ দেয়নি। আরও দুটি গোল করে ৫-৩ গোলে জিতে শেষ আটে গেল। পরপর দুটি ম্যাচে ৫ গোল করে নতুন নজির গড়ল স্পেন।
Comments are closed.