কোপায় আক্রমণাত্মক খেলে ইকুয়েডর রুখে দিল ব্রাজিলকে

সাম্যজিৎ ঘোষ
কোপা আমেরিকায় পরপর ম্যাচ জয়ের ধারা ব্যাহত হল ব্রাজিলের। ১০টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেও ১১ নম্বর ম্যাচে ইকুয়েডরের কাছে ধাক্কা খেল ব্রাজিল। কোপা আমেরিকা গ্রুপ পর্বে টানা তিন জয়ে ইতিমধ্যেই ব্রাজিল নিশ্চিত হয়েছে পরের রাউন্ডে। কিন্তু সোমবার ভোরে গোইয়ানিয়ার মাঠে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ ড্র করেছে নেইমারের দল।
¡Grítalo, Ángel Mena! 🗣🇪🇨#VibraElContinente #CopaAmérica 🏆 pic.twitter.com/bo2twHvQTF
— Copa América (@CopaAmerica) June 27, 2021
প্রথমার্ধের ৩৭ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় ব্রাজিল। এভারটনের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে প্রথম গোল করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিতাও। প্রথমার্ধেই ঘটে দুর্ঘটনাও। ইকুয়েডরের ফুটবলার মোজেস কাইস্যাডো বল দখলের লড়াইয়ে চোট পান। মাত্র ১৯ বছর বয়সি এই ফুটবলারের চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয় ইকুয়েডর। ৫৩ মিনিটে দুর্দান্ত গোল করে খেলায় সমতা আনেন অ্যাঞ্জেল মেনা। কর্নারের পর এন্নার ভ্যালেন্সিয়ার হেডে বল পেয়ে অ্যালিসনকে পরাস্ত করেন মেনা। ব্রাজিলের গোলকিপার চেষ্টা করেও নাগাল পাননি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষেই রয়েছে ব্রাজিল। ইকুয়েডরের ঝুলিতে ৩ পয়েন্ট।
Comments are closed.