আমস্টারডামে ড্যানিশ ঝড়! ওয়েলসকে চূর্ণবিচূর্ণ করে শেষ আটে ডেনমার্ক

সাম্যজিৎ ঘোষ
চলতি ইউরো কাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক। আমস্টারডামের জোহান ক্রুয়েফ এরিনায় শনিবার ড্যানিশরা ৪-০ গোলে গুঁড়িয়ে দিল ওয়েলসকে। ডেনমার্কের হয়ে জোড়া গোল করলেন ক্যাসপার ডলবার্গ। অন্য দুটি গোল জোয়াকিম মাহলে ও মার্টিন ব্রাথওয়েটের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ২০০৪ সালের পর ফের ইউরোর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল ডেনমার্ক। ম্যাচের ২৭ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় ডেনমার্ক। দুরন্ত শটে ড্যানিশদের এগিয়ে দেন ক্যাসপার ডলবার্গ। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে ফের এগিয়ে দেন ডলবার্গ। উয়েফা ডলবার্গের পারফরম্যান্স দেখে এই ম্যাচে তাঁর নাম করে দেয় ‘গোলবার্গ’।
Dolberg's second goal sends Denmark fans into raptures at Copenhagen's Fan Zone! 🇩🇰🎉@DBUfodbold | #EURO2020 pic.twitter.com/xqbdrc4pKk
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
ওয়েলস জোড়া গোল খেয়ে কোথাও যেন ম্যাচের ফেরার লড়াই করার ভাষাটাই ভুলে গেল। গ্যারেথ বেলদের গোলমুখী আক্রমণ ছিল কার্যত অদৃশ্য। বেলও নিষ্ক্রিয় ছিলেন। তিন গোল হজম করে ফেলা ওয়েলস মাঠের লড়াইতে আর পেরে উঠবে না বুঝেই কড়া ট্যাকেলের রাস্তায় যায়। ফলে ডেনমার্কের মাহলেকে ফাউল করে লাল কার্ড দেখেন হ্যারি উইলসন। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে ওয়েলসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্টিন ব্রাথওয়েট। ফটো ফিনিশ গোল করে দেশকে নিয়ে যান শেষ আটে।
Comments are closed.