রিকশাওয়ালা মদন মিত্র! পেট্রোপণ্যের দামবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ ভবানীপুরে

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। কাজ হারিয়েছেন অনেকেই। এরই মধ্যে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে চলেছে দিন দিন। টান পড়ছে মানুষের বাঁচার রসদে। জ্বালানির ক্রমশ দামবৃদ্ধির জন্য এবার অভিনব প্রতিবাদে পথে নামলেন মদন মিত্র। ভবানীপুরে রিকশা টেনে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা কামারহাটির বর্তমান তৃণমূল বিধায়ক। রিকশাওয়ালাকে রিকশায় বসিয়ে টানতে টানতে অকপটে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘একদিকে একটা পার্টি রামের নামে তলোয়ার চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, তৃণমূল রিকশা চালককে রিকশাতে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে।’
ভবানীপুরে রিকশা টেনে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদন মিত্রর pic.twitter.com/sVnyf5Jkpa
— Bengal Fast (@bengal_fast) June 26, 2021
নিজে লাল পাঞ্জাবি পরে ভবানীপুরেরই এক রিকশাওয়ালাকে নতুন পাঞ্জাবি পরিয়ে রিকশায় বসিয়ে টেনে নিয়ে যাচ্ছেন মদন মিত্র। রিকশায় বসে থাকা রিকশাওয়ালার গরম যাতে না লাগে সেজন্য হাওয়া করা হচ্ছে। প্রতিবাদ কর্মসূচির পর রিকশাচালকের পা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেন মদন মিত্র। পাশাপাশি স্থানীয় লোকজনকে এক টাকায় দেওয়া হয় পাঁচ কেজি সবজি।
Comments are closed.