ইন্ডিয়ান অয়েলের পাইপ থেকে তেল চুরি, পুলিশের জালে ৩ পাণ্ডা
নিজস্ব সংবাদাতা : রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপলাইন থেকে রাতের বেলায় চলত তেল চুরি। হাজার হাজার লিটার তেল চুরি করে পাচার করে দেওয়ার অভিযোগে তিন পাণ্ডাকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ পুলিশ। দীর্ঘদিন ধরে লাগাতার অনুসন্ধান চালিয়ে শুক্রবার রাতে উত্তর ২৪পরগনার মহেশতলা থেকে সুমন বন্দ্যোপাধ্যায় (৩০) ও প্রসূন প্রধান (৩১)এবং পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে রঞ্জন বাকুলিকে (৩০) গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, যে পাইপলাইনের মাধ্যমে হলদিয়ার তৈল শোধনাগার থেকে মৌরিগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপোয় বিভিন্ন পেট্রোপণ্য পাঠানো হয়, সেই পাইপলাইন থেকেই মূলত তেল চুরি করত এই চক্র। পাইপলাইন থেকে সরাসরি তেল ভর্তি করা হত অয়েল ট্যাঙ্কারে। তেল ভর্তি করে তারা ট্যাঙ্কার পিছু কয়েক লক্ষ টাকা পেত বলে সূত্রের খবর। শনিবার এই তিন অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পাওয়ার জন্যে আবেদন করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রের মাথাদের ধরতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি এই চোরাই তেল কোথায় যেত বা কারা কারা কিনত সেই হদিশও পেতে চাইছে পুলিশ।
Comments are closed.