চলতি বছরেও গড়াবে না মহিষাদল রাজবাড়ির রথের চাকা
নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে চলতি বছরেও গড়াবে না ঐতিহ্যবাহী ২৪৫ বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির রথের চাকা। এর আগে ১৯৩২ ও ২০২০ সালেও রথ গড়ায়নি মহিষাদলে। জগন্নাথদেবের স্নানযাত্রা এখানে হয় না। গত বছরের মতো এ বছরও রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউ ও প্রভু জগন্নাথকে রথের মধ্যে তোলা হলেও তাঁরা মাসির বাড়ি যাবেন পালকি চড়ে। রথ থাকবে রথের জায়গাতেই দাঁড়িয়ে। বৃহস্পতিবার মহিষাদলের রথ পরিচালন কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন রথ পরিচালন কমিটির সাধারণ সম্পাদক তথা এলাকার বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশ চন্দ্র সামন্ত, মহিষাদল থানার ওসি স্বপন গোস্বামী-সহ অন্যান্যরা।
মহিষাদল রাজবাড়ির প্রভু জগন্নাথ ও কুলদেবতা মদন গোপাল জিউ pic.twitter.com/nHNpzzwFub
— Bengal Fast (@bengal_fast) June 25, 2021
২০২০ সালে করোনার কোপে রথ বন্ধ হয়। যার পুনরাবৃত্তি হতে চলেছে চলতি বছরেও। এর আগে ১৯৩২ সালেও একবার মহিষাদলের রথযাত্রা বন্ধ ছিল। কথিত আছে, ওই বছর রথের দিন এক স্বাধীনতা সংগ্রামীর ওপর চরম অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ বাহিনী। যার প্রতিবাদে রথ একবার টানার পর রথ টানা বন্ধ রাখেন দর্শনার্থীরা। তারা দাবি জানায়, পুলিশকে ক্ষমা চাইতে হবে। নাহলে সতেরো চূড়া রথের মাথায় লাগাতে হবে ভারতের জাতীয় পতাকা। আর এই টানাপোড়েনের মাঝেই ১৯৩২-এ বন্ধ হয়ে যায় রথ টানা।
মহিষাদলের রথের সূচনা করেছিলেন রাজা আনন্দলাল উপাধ্যায়ের সহধর্মিণী ধর্মপ্রাণ রানি জানকি দেবী। মহিষাদল রাজ পরিবারের এই প্রাচীন রথের অন্যতম দ্রষ্টব্য বিষয় হল এই রথে জগন্নাথ দেবের সঙ্গে যান রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ। তবে এবার জগন্নাথদেব ও গোপালজিউ মাসির বাড়ি যাবেন রাজবাড়ির পালকি চড়ে। মহিষাদলের ঘাঘরা গ্রামে এক সপ্তাহ কাটানোর পর উল্টো রথের দিন ফের পালকি চড়ে জগন্নাথ ও গোপালজিউ ফিরবেন বাড়িতে। এর পাশাপাশি এবছরও সেভাবে ঘটা করে মেলা বসবে না।
Comments are closed.