খুলল দক্ষিণেশ্বর মন্দির, তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
নিজস্ব সংবাদদাতা : ৩৯ দিন পর দর্শনার্থীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। বৃহস্পতিবার সকাল ৭টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে ভবতারিণীর মন্দির। অছি পরিষদের তরফে জানানো হয়েছে, আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। এমনকী মন্দিরে দুপুরের ভোগ ও সন্ধ্যারতির আয়োজনেও ভক্তরা থাকতে পারবেন না সেখানে।
পাশাপাশি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের মেনে চলতে হবে কোভিডবিধি। একসঙ্গে ২০ জনের বেশি ভক্তকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের ভিতরে। পরতে হবে মাস্ক। পুজো দেওয়ার ক্ষেত্রেও জারি হচ্ছে একাধিক নিয়ম। পুজোর জন্যে ফুল অর্পণ করা যাবে না। পুরোহিতদের তরফ থেকে দেওয়া হবে না চরণামৃতও। কেবলমাত্র প্রসাদি মিষ্টি দেওয়া হবে। গত ১৫ মে থেকে করোনা বিধিনিষেধের জেরে বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা।
Comments are closed.