বাংলা ভাগের চক্রান্ত! সাংসদ জন বারলার বিরুদ্ধে এবার ঘোকসাডাঙা থানায় অভিযোগ
নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার বিরুদ্ধে এবার ঘোকসাডাঙা থানায় অভিযোগ দায়ের করলেন মাথাভাঙা ২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর বর্মন। বেশ কয়েক দিন হল উত্তরবঙ্গের বঞ্চনার প্রতিবাদে আলাদা রাজ্যের দাবি তোলেন আলিপুরদুয়ার জেলার সাংসদ জন বারলা। তারপরেই সরগরম হয় গোটা বাংলার রাজনীতি। একের পর এক আলোচনায় শিরোনাম উঠে এসেছে জন বারলার মন্তব্য। ইতিমধ্যেই বারলার মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।
গত শনিবার এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তোলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত। এখানকার মানুষ অনুন্নয়নের শিকার। এই সমস্যার সমাধান সম্ভব আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির মাধ্যমে।’
এবার তৃণমূল ছাত্র পরিষদের মাথাভাঙা ২নং ব্লকের সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, ‘ভোটের আগে যারা সোনার বাংলা গড়বে বলেছিল, এখন তারাই বলছে বাংলা ভাগ করার কথা। জন বারলার উসকানিমূলক মন্তব্যে উত্তরবঙ্গে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এর প্রতিবাদে ছাত্রসমাজ সরব হয়েছে। তাই আজ আমরা ঘোকসাডাঙা থানায় অভিযোগ দায়ের করলাম।’
ইতিমধ্যেই পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তোলায় আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার বিরুদ্ধে কোচবিহারের দিনহাটা থানাতেও অভিযোগ দায়ের করেছেন জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি জাকারিয়া হোসেন। যদিও জন বারলার বাংলা ভাগের দাবিকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানায়নি বিজেপি।
Comments are closed.