‘দ্বিতীয় ঢেউয়ের পুনরাবৃত্তি যেন না হয়’, কেন্দ্রকে করোনা ‘ডোজ’ রাহুল গান্ধির
নিজস্ব সংবাদদাতা : দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মঙ্গলবার সাংবাদিকদের রাহুল বলেন, ‘ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আগে সরকারকে পুরো প্রস্তুত হতে হবে। দ্বিতীয় ঢেউয়ে এমন অনেক মানুষের মৃত্যু হয়েছে যাঁদের বাঁচানো যেত। কিন্তু অক্সিজেনের অভাবই কেড়ে নিয়েছেন এতগুলো মানুষের প্রাণ। দ্বিতীয় ঢেউয়ে যা ভুল হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না হয়। সব রাজ্যকে সমান ভাবে সাহায্য করা উচিত কেন্দ্রের। টিকা বণ্টনে যেন বৈষম্য না হয়। ভাইরাস যে ভাবে রূপ বদলাচ্ছে তাতে সবাইকে টিকা দিতেই হবে। টিকাই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের মূল হাতিয়ার।’
LIVE: Release of White Paper on GOI’s management of Covid19 & interaction with the Press https://t.co/17nlvyv6Op
— Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2021
পাশাপাশি রাহুল গান্ধি আরও বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে দরিদ্রদের সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। গরিবদের ঘরে পৌঁছক কেন্দ্রীয় প্রকল্পের টাকা। কোভিড ফান্ড তৈরি করে, মৃতদের পরিবারকে সাহায্য করা হোক।’ এদিন কংগ্রেসের তরফে ‘শ্বেতপত্র’ প্রকাশ করলেন রাহুল গান্ধি। তৃতীয় ঢেউ থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এই শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন রাহুল।
Comments are closed.