Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘স্বাধীনতার পরে দেশ এমন নৃশংসতা দেখেনি’! ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তোপ ধনকরের

নিজস্ব সংবাদাতা : উত্তরবঙ্গ সফরে পৌঁছে ফের রাজ্য সরকারকে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকরের। এদিন বাগডোগরা বিমানবন্দরে ভোট-পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, ‘ভয়ানক অবস্থা চলছে রাজ্যে। আরও চারটি রাজ্যে তো নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গের এমন অবস্থা হবে কেন? গণতন্ত্রের উপর কুঠারাঘাত করা হচ্ছে। স্বাধীনতার পরে দেশ এমন নৃশংসতা দেখেনি। সাত সপ্তাহে প্রশাসন এ নিয়ে কিছু করেনি। প্রশাসনের তরফ থেকে কেউ পাশে দাঁড়ায়নি। ভয়ংকর অরাজকতা চলছে। সরকার চোখ বুজে আছে। মুখ্যমন্ত্রী চুপ কেন? কেন্দ্র, সংবিধান, গণতন্ত্র, রাজ্যপালের সঙ্গে সবসময় সংঘাত করে লাভ নেই। অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। এটা অশনি সংকেত। সরকারকে বলব ভেবে বিষয়গুলি নিয়ে ভেবে দেখতে।’

- Sponsored -

এর আগে ৭ দিনের উত্তরবঙ্গ সফরে আজ দুপুরে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকর। এই সফরে তিনি থাকবেন দার্জিলিংয়ের রাজভবনে। উত্তরবঙ্গ থাকাকালীন ঘুরে দেখবেন এলাকার বেশকিছু এলাকা। এর আগে রাজ্যপালের দিল্লি সফর ঘিরেও রাজনৈতিক মহলে যথেষ্ঠ প্রশ্ন উঠেছিল। দিল্লিতে থাকাকালীন একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার পাশাপাশি সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। দেখা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র-সহ আরও অনেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্টজনদের সঙ্গে। এবার দিল্লি থেকে ফিরেই উত্তরবঙ্গ সফর ঘিরেও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.