জার্মানির দুর্দান্ত প্রত্যাবর্তন, আত্মঘাতী গোলে নজির রোনাল্ডোদের
সাম্যজিৎ ঘোষ
শনিবার গ্রুপ অফ ডেথের ম্যাচের ফল দেখার পর সত্যিই বোঝা গেল এই গ্রুপকে কেন ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে। একদিকে জার্মানির টিকে থাকার লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন, অন্যদিকে ফ্রান্সের হাঙ্গেরির কাছে আটকে যাওয়া। পর্তুগালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ১-০ পিছিয়ে পড়ার পরও, জোয়াকিম লো-র জার্মানি কোণঠাসা করে দিল রোনাল্ডোর দলকে। শুরুতে রোনাল্ডো এগিয়ে দিলেও পরপর দু’টি আত্মঘাতী গোল করে বসে পর্তুগাল। যার নিটফল বিরতির আগেই ২-১ এগিয়ে যায় জার্মানি।
PURE passion ⚽️❤️
🇩🇪 @ToniRuediger @DFB_Team_EN | #EURO2020 pic.twitter.com/bUHV6qtdUD
— UEFA EURO 2020 (@EURO2020) June 19, 2021
দ্বিতীয়া্র্ধে আরও দু’গোল দেয় জার্মানি। টনি ক্রুজদের উইং দিয়ে আক্রমণের ঝড়ে চাপে পড়ে যায় পেপেরা। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করলেও রুডিগারদের জমাট ডিফেন্স ভাঙতে পারেনি রোনাল্ডোরা। পর্তুগালের জোটার গোলটাও রোনাল্ডোর সৌজন্যে। নিজে গোল করে, অপরকে গোল করিয়েও দলকে জেতাতে ব্যর্থ হলেন সিআর সেভেন। এই ম্যাচ হারলেই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হত জোয়াকিম লো-র দেশকে। কিন্তু জার্মানদের চিরাচরিত লড়াকু মনোভাব টুর্নামেন্টে ফিরিয়ে আনল মুলারদের। ফলে এই গ্রুপ থেকে কোন দুই দল সরাসরি শেষ আটে যাবে তা ঠিক হবে গ্রুপের শেষ ম্যাচে।
Comments are closed.