পর্তুগিজ পণ্যবাহী জাহাজের ট্যাঙ্ক ফুটো, বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়ল ১০ হাজার লিটার জ্বালানি তেল

নিজস্ব সংবাদদাতা : হলদিয়া বন্দরে আসার পথে পর্তুগিজ পণ্যবাহী জাহাজের ট্যাঙ্ক ফুটো হয়ে গেল। এরফলে মাঝসমুদ্রে ছড়িয়ে পড়ল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল। বঙ্গোপসাগরে এই বিশাল পরিমাণ তেল ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হলদিয়ায় জাহাজটির পৌঁছনোর কথা ছিল। কিন্তু বিপদে পড়ায় জাহাজটির আসতে দু’দিন দেরি হবে। এখন জাহাজটি হলদিয়া অভিমুখে রওনা দিয়েছে। রবিবার নাগাদ জাহাজটি হলদিয়া এসে পৌঁছতে পারে। দুঘটনাগ্রস্ত জাহাজে ১৭ জন নাবিকের মধ্যে ১১ জন ফিনিপিন্সের, ৪ জন ইউক্রেনের, একজন রাশিয়া ও একজন জার্মানির।
হলদিয়া বন্দরে আসার পথে পর্তুগিজ পণ্যবাহী জাহাজের ট্যাঙ্ক ফুটো, বঙ্গোপসাগরে মিশল ১০ হাজার লিটার জ্বালানি তেল। pic.twitter.com/ToHUFCm8Ry
— Bengal Fast (@bengal_fast) June 19, 2021
সূত্রের খবর, ‘এমভি ডেভন’ নামে ওই জাহাজটি কলম্বো থেকে পণ্য নিয়ে হলদিয়া বন্দরে আসছিল। দুর্ঘটনার সময় জাহাজটি হলদিয়া থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। জাহাজে ১ লক্ষ ২০ হাজার লিটার লো-সালফার জ্বালানি তেল ছিল। তার মধ্যে ১০ কিলোলিটার অর্থাৎ ১০ হাজার লিটার তেল ছড়িয়ে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। তেলের ট্যাঙ্ক ফুটো হওয়ার পর বিপদগ্রস্ত জাহাজের ক্যাপ্টেন হলদিয়া বন্দরের মেরিন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেন।
কোস্টগার্ড সূত্রে খবর, জাহাজটি ১৬ জুন সমস্যায় পড়ে। ওই সময় জাহাজটি চেন্নাই থেকে ২৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। জাহাজে ৩৮২টি কন্টেনারে মোট পণ্যের পরিমাণ ১০ হাজার ৭৯৫ মেট্রিক টন। কোস্টগার্ডের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকও এ বিষয়ে সক্রিয় নজরদারি শুরু করে। ঘটনার পরই কোস্টগার্ডের পলিউশান রেসপন্স টিমকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়। মাঝসমুদ্রে পাঠানো হয় কোস্টগার্ডের জাহাজ ও ডর্নিয়ার এয়ারক্র্যাফ্ট।
Comments are closed.