অপ্রতিরোধ্য ম্যানুয়েল লোকাতেল্লি! জোড়া গোলের সুবাদে সুইৎজারল্যান্ডকে হারাল ইতালি
নিজস্ব সংবাদদাতা : ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলের সুবাদে সবার আগে ইউরো কাপের শেষ ষোলো নিশ্চিত করল ইতালি। বুধবার রোমে সুইৎজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন মানচিনির ছেলেরা। ইতালির হয়ে অপর গোলটি করেন ইমমোবিল৷ প্রথম ম্যাচে তুরস্ককে উড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য ইতালি।
Esteban Cambiasso on Locatelli: 🗣️ "Two beautiful, important goals to go with a performance of real quality."#EURO2020 | #EUROSOTM | @Heineken pic.twitter.com/RiQI0NBFnk
— UEFA EURO 2020 (@EURO2020) June 16, 2021
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। ২৬ মিনিটে দলকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। এরপর ম্যাচ থেকে কার্যত হারিয়েই যায় সুইৎজারল্যান্ড। ম্যাচের ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ৩-০ করেন ইমমোবিলে। সুইস কোচ ভ্লাদিমির পেতকোভিচ ৪-৩-১-২ ছকে দল সাজান। গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে ইতালি খেললেও বল পজেশন বেশি ছিল সুইসদের কাছেই। ৫১ শতাংশ বল নিজেদের দখলে রাখেন সুইসরা। কিন্তু সুইস ডিফেন্সের ফাঁক ফোকরগুলোর সদ্ব্যবহার করে মানচিনিরা। এখনও পর্যন্ত টানা ২৯টি ম্যাচে অপরাজিত রইল ইতালি।
Comments are closed.