‘উস্কানিমূলক’ মন্তব্য! জন্মদিনে মিঠুনকে জিজ্ঞাসাবাদ পুলিশের
নিজস্ব সংবাদদাতা : জন্মদিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল মিঠুন চক্রবর্তীকে। একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে ‘উস্কানিমূলক’ মন্তব্যের অভিযোগে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করল মানিকতলা থানার পুলিশ। প্রচারে এসে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নানা সভা ও পদযাত্রায় একাধিকবার তাঁর অভিনীত সিনেমার নানান বুলি আওড়েছেন। ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে…’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’–র মতো সংলাপ বলেছেন।
ভোট প্রচারে এসে ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন মিঠুন– এই অভিযোগে গত ৬ মে মানিকতলা থানায় এফআইআর দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেনস ফোরাম। এফআইএর দায়ের হয় ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ), ৫০৪, ৫০৫ একাধিক ধারায়। এরই মধ্যে এফআইআরের ভিত্তিতে চলা মামলার গতিপ্রকৃতি জানতে মানিকতলা থানার কাছে রিপোর্ট চায় শিয়ালদহ এসিজেএম আদালত।
১১ জুন দ্রুত অভিযোগ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন চক্রবর্তী। মামলাটি খারিজ না করে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানান, তদন্তকারী অফিসারদের সঙ্গে সমস্তরকম সহযোগিতা করতে হবে মিঠুন চক্রবর্তীকে। প্রয়োজনে তদন্তকারী অফিসাররা ভার্চুয়ালি মিঠুনের সঙ্গে যোগাযোগ করবেন। সেই নির্দেশ মতো আজ পুণে থেকে ভার্চুয়ালি মানিকতলা থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট মিঠুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৮ জুন।
Comments are closed.