Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দুরন্ত পগবা! হামেলসের আত্মঘাতী গোলে প্রথম ম্যাচেই ফ্রান্সের বিরুদ্ধে হার জার্মানির

নিজস্ব সংবাদদাতা : প্রথম ম্যাচেই ফ্রান্সের বিরুদ্ধে হার জার্মানির। অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০ গোলে জার্মানদের পরাস্ত করল ফরাসিরা। মঙ্গলবার রাতে মিউনিখের অ্যালেঞ্জ এরেনায় গোটা ম্যাচে বল দখলে আধিপত্য ছিল জার্মানির। প্রথমার্ধের খেলায় এদিন দুই দলেরই যথেষ্ট গতি ছিল, চলে আক্রমণ-পাল্টা আক্রমণও। তবে ২০ মিনিটে চরম ভুলটি করে বসেন হামেলস। পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা হার্নান্দেজ। বিপদমুক্ত করতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হামেলস। কিন্তু বল চলে যায় জালে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পল পগবা।

- Sponsored -

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর থেকেই আক্রমণের ঝড় তোলে জোয়াকিম লো’র ছেলেরা। উইংব্যাক থেকে একের পর এক ক্রস দিতে থাকেন জসুয়া কিমিক। কিন্তু ফ্রান্সের ডিফেন্স ছিল অপ্রতিরোধ্য। সেখানে বারবার আটকে যায় জার্মান ফরোয়ার্ড লাইন। এরপরও বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল জার্মানিও। ফ্রান্সের গোলের দু’মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সহজ সুযোগ পেয়েছিলেন থমাস মুলার। কিন্তু বায়ার্ন স্ট্রাইকারের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। সহজ গোলের সুযোগ নষ্ট করেন ন্যাব্রি, ইকেই গুন্দোয়ানও। কিন্তু, শেষপর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি তাঁরা। কার্যত খালি হাতেই তিন বারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানরা মাঠ ছাড়লেন।

ম্যাচের ৫১তম মিনিটে আদ্রিওঁ রাবিওর শট পোস্টের বাইরের দিকে লাগে। দুই মিনিট পর জিনাব্রির জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে যায়। এমবাপে ৬৬তম মিনিটে বাঁকানো শটে জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর সিস্টেমে দেখা যায় বল রিসিভ করার মুহূর্তে অফসাইডে ছিলেন তিনি। সুতরাং গোল বাতিল হয়ে যায়। আত্মঘাতী ১ গোলের সুবাদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দিদিয়ে দেশঁ-র ছেলেরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.