Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ, রাজ্যেও মিলল বিধিনিষেধের সুফল

নিজস্ব সংবাদদাতা : দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও নিম্নমুখী। ৭৫ দিনের মাথায় দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ নামল। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ হাজার ৪৭১ জন। মৃত ২ হাজার ৭২৬ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। যার ফলে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন। সুস্থতার হার বেড়েছে ৯৫ দশমিক ২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ০৭২ জন।

- Sponsored -

অন্যদিকে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধের জেরে যে সুফল মিলেছে তা সংক্রমণ আক্রান্তের সংখ্যা দেখলেই জানা যায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। একদিনে করোনার বলি হয়েছেন ৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনাজয়ী ২ হাজার ১৭১ রাজ্যবাসী। রাজ্যে সংক্রমিতদের মধ্যে ৫৮৪ জনই উত্তর ২৪ পরগনার। কলকাতায় আক্রান্ত ৩৭৩ জন, হাওড়ায় ২৫৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.