অনবদ্য গোল লিওনেল মেসির! তবুও চিলির কাছে আটকে গেল আর্জেন্তিনা

নিজস্ব সংবাদদাতা : কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গেল আর্জেন্তিনা। ফ্রি কিক থেকে লিওনেল মেসির অনবদ্য গোলে এগিয়েও খেলা শেষ হয় ১-১ ব্যবধানে। চিলির সঙ্গে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের। গোল খাওয়ার পরই ক্রমশ মারমুখী হয়ে ওঠে চিলির ফুটবলাররা। বারবার ফাউল করার দায়ে হলুদ কার্ড দেখলেন চিলির ফুটবলার আর্তুরো ভিদাল ও এরিক পালগার।
🔟 Lionel Messi 🐐
🇦🇷 Argentina 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/UqmZbDG3xe
— Copa América (@CopaAmerica) June 14, 2021
ম্যাচের শুরু থেকেই দারুণ গোছালো ফুটবল খেলতে থাকে আর্জেন্তিনা। আর তাতেই তৈরি হতে শুরু করে গোলের সুযোগ। ম্যাচের ১২ মিনিটে লো সেলসোর দারুণ পাসে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান লাউতারো মার্টিনেজ। তবে চিলির ডিফেন্ডারের চাপে পড়ে শেষ ছোঁয়াটা দিতে পারেননি তিনি। এর মিনিট চারেক পরে লো সেলসোর আরও এক দুর্দান্ত পাস, এবারে তা কাজে লাগাতে পারলেন না নিকোলাস গঞ্জালেজ। মিনিট দুই পরে আবারও লো সেলসোর পাস পেলেন গঞ্জালেজ এবারে শট নিলেও তা সোজাসুজি চলে যায় চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভোর কাছে।
ম্যাচের ৩৩ মিনিটের মাথায় মেসির বাঁ পায়ের জাদুতে গোল পায় আর্জেন্তিনা। লো সেলসোকে ফাউল করায় ফ্রি কিক থেকে অনবদ্য গোল করে চমকে দেন ফুটবল বিশ্বকে। চিলির ডিফেন্স দেওয়ালের উপর দিয়ে ধনুকের মতো বেঁকে গোলপোস্টের কোনা দিয়ে অবিশ্বাস্য দক্ষতায় বল জালে জড়ালেন মেসি। শরীর ছুড়ে দিয়েও চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো ধরতে পারলেন না সেই বল।
⚽️ ¡Muy rápido el Turbo! Eduardo Vargas llegó primero al rebote y metió el empate de @LaRoja ante Argentina.
🇦🇷 Argentina 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/UByhg4Tuzv
— Copa América (@CopaAmerica) June 14, 2021
ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় চিলি। আর্তুরো ভিদালকে ডি-বক্সের ভেতর ফাউল করেন নিকোলাস টাগলিয়াফিকো। ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি নিতে আসেন ভিদাল। তবে তাঁর নেওয়া দুর্দান্ত শট রুখে দেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ফিরতি বল হেড করে মেসিদের জালে জড়ান এডুয়ার্দ ভারগাস। আর তাতেই ম্যাচে ১-১ গোলে সমতায় ফেরে চিলি।
Comments are closed.