রাজ্য ১৬ জুন থেকে ১ জুলাই বহাল থাকছে বিধিনিষেধ, মিলেছে ছাড়ও
নিজস্ব সংবাদদাতা : কিছু বিষয়ে ছাড় দিলেও রাজ্য ১৬ জুন থেকে ১ জুলাই বহাল থাকছে কড়া বিধিনিষেধ। নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা করলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। বিধিনিষেধে কিছুটা ছাড় মিলেছে এবার। নির্দিষ্ট সময়ে খোলা থাকবে হোটেল, রেস্তোরাঁ, পানশালা, শপিং মল। তবে বন্ধ থাকছে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা-সহ গণপরিবহণ। লোকাল ট্রেন চালুর অনুমতি না মিললেও বিশেষ ট্রেনগুলি চলবে আগের মতোই। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না।
নবান্নে মুখ্যসচিব জানিয়েছেন, সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তোরাঁ, বার খোলা থাকবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ ক্রেতা কসঙ্গে শপিং মলে যেতে পারবেন। ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থাগুলি।
Comments are closed.