প্রয়াত সিপিআইএমএল (রেড স্টার) নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী
নিজস্ব সংবাদদাতা: করোনা-পরবর্তী অসুস্থতায় প্রয়াত হলেন সিপিআইএমএল (রেড স্টার) নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কমরেড শর্মিষ্ঠা।
কয়েকমাস আগে করোনা আক্রান্ত হয়ে পিজিতে ভর্তি ছিলেন তিনি। ২১ দিন পর করোনা নেগেটিভ হয় ফিরে আসেন। তবে করোনা-পরবর্তী পরিস্থিতিতে অসুস্থ ছিলেন তিনি। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ফের ভর্তি করা হয় তাঁকে। রবিবার দুপুরে সেখানেই প্রয়াত হন শর্মিষ্ঠা।
প্রেসিডেন্সি কলেজের দর্শনের ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা। সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতার এক প্রথম সারির সংবাদপত্রে সাংবাদিক হিসাবে যুক্ত ছিলেন বেশ কয়েক বছর। এরপর সেসব ছেড়ে শর্মিষ্ঠা পুরোপুরি নেমে পড়েন গণআন্দোলনে। তাঁর স্বামী সিপিআইএমএল (রেড স্টার) নেতা অলীক চক্রবর্তী।
ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে স্বামী-স্ত্রীর নেতৃত্ব অন্য মাত্রা এনে দেয় রাজ্য রাজনীতিতে। ছিলেন রেড স্টারের কেন্দ্রীয় কমিটির সদস্যও। একুশের বিধানসভা নির্বাচনে ‘নো ভোট টু বিজেপি’ প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন শর্মিষ্ঠা। শ্রমিক আন্দোলন, নারী আন্দোলন ও সর্বোপরি ভাঙড়ের কৃষক আন্দোলনের এই লড়াকু নেত্রীর মৃত্যুতে শোকের ছায়া গণ আন্দোলন কর্মীদের মধ্যে।
Comments are closed.