‘বিজেপিতে থাকতে হলে তপস্যা, ত্যাগ করতে হবে’, মুকুল বিদায়ে বললেন দিলীপ

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলে মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি। শনিবার দিলীপ ঘোষ বলেন, ‘দল ছাড়াটা অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ করতে হয়। যাঁরা ক্ষমতার স্বাদ কিংবা ভোগ করতে চান তারা এই দলে পারবেন। আমি অন্তত থাকতে দেব না।’
এদিন দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় কি কোনও ক্ষতি হবে? সেই প্রশ্নের উত্তরও স্বাভাবিক ঢঙে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলেই বা বিজেপির কেন ক্ষতি হবে? কিছু নেতা দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। যারা কষ্ট করে দল দাঁড় করিয়েছে তাঁদের উপর নির্ভর করে বিজেপি। বিজেপিতে থাকতে হলে তপস্যা, ত্যাগ করতে হবে। যারা ক্ষমতার স্বাদ নিতে চান, তারা বিজেপিতে থাকতে পারবেন না।’
চাণক্য মুকুল রায় সম্বন্ধে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল ২১৩টি আসনে জিতেছে, চাণক্য ছাড়াই। বিজেপি জিতেছে ৭৭টি আসনে, তাঁকে নিয়ে। এখানেই বোঝা যাচ্ছে কার কত ক্ষমতা।’
প্রথমবার বিধায়ক হওয়া মুকুল রায়কে নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমরা ওনাকে বড় নেতা মনে করতাম। আমি তো এখনও মনে করি। তিনি দলে এসেছিলেন যোগ্য সম্মান দেওয়া হয়েছিল। জীবনে প্রথমবার নির্বাচন জেতার আমরা সুযোগ দিয়েছি। অন্য কেউ তাঁকে সুযোগ দেয়নি।’
Comments are closed.