Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘গভীর আড়ালে’ বুদ্ধদেব দাশগুপ্ত, অভিভাবকহীন বাংলা চলচ্চিত্র

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে প্রয়াত হন এই কিংবদন্তি পরিচালক। পরিবারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। বুদ্ধদেব দাশগুপ্তর মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি জগতে। শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’, ‘দৌরাতওয়া’, ‘তাহাদের কথা’, ‘দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘ফেরা’ এবং ‘উত্তরা’ বুদ্ধদেব দাশগুপ্তর কালজয়ী সৃষ্টি।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনারা গ্রামে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। বাবা ছিলেন রেল হাসপাতালের চিকিৎসক। পুরুলিয়া ছাড়াও বাবার কর্মসূত্রে ছোটবেলা কেটেছে বিভিন্ন জায়গায়। অর্থনীতির অধ্যাপক হিসেবে বুদ্ধদেব দাশগুপ্তর কর্মজীবন শুরু হয়েছিল। অর্থনীতি নিয়ে পড়াশোনা স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তবে উৎসাহ ছিল ফিল্ম সংক্রান্ত পড়াশোনাতেও। তাঁর পড়াশোনা ও সাহিত্য জগৎ থেকে পরিচালক হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা পালন করেছে কলকাতা ফিল্ম সোসাইটি। চার্লি চ্যাপলিন, বার্গম্যান, আকিরা কুরোসাওয়ার সঙ্গে পরিচয় ঘটে সেখানেই। ১৯৬৮ সালে তথ্যচিত্র তৈরি করে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল বুদ্ধদেব দাশগুপ্তর।  চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও তাঁর চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।

কিংবদন্তি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে ট্যুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। রাষ্ট্রপতি লেখেন, ‘নিজের সিনেমা ও কবিতার মাধ্যমে আমাদের শিল্প ও সংস্কৃতিকে উর্বর করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর প্রয়াণে আমরা একজন অতুলনীয় শিল্পীকে হারালাম। তাঁর পরিবারকে আমার সমবেদনা।’

- Sponsored -

ট্যুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি ট্যুইটে লেখেন, ‘শ্রী বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি শোকাহত। তাঁর প্রতেকটি কাজের মধ্যে বৈচিত্র্যই সমাজের সমস্ত খণ্ডকে এক সুতোয় বেঁধেছে। একাধারে প্রখ্যাত চিন্তাবিদ ও কবিও ছিলেন। তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা। ওঁ শান্তি।’

শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবি বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পায়। পরিচালক হিসেবেও তিনি নিজেও দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন। ওঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.