বিধায়ক মদন মিত্রের বাড়িতে আগুন! পুড়ে ছাই বাড়ির জিনিসপত্র
নিজস্ব সংবাদদাতা : ভবানীপুরের মদন মিত্রের বাড়িতে আগুন। একতলার ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে পরিবারের সকলকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন কামারহাটির বিধায়ক। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুনের ধোঁয়ায় টেনশনে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তবে তিনি জানিয়েছেন, “ঈশ্বরের কৃপায় কারও প্রাণ যায়নি সেটাই রক্ষা। ওই ঘরে আমার স্ত্রী শোয়, নাতিও থাকে। তাঁদের কিছু হয়নি তাই জন্য আমি ঈশ্বরের কাছে ধন্য।”
West Bengal: Fire breaks out at TMC MLA Madan Mitra's residence in Kolkata
This is my ancestral house. Suddenly I saw a massive storm of arson & immediately understood that some serious incident of fire has taken place. The entire family has come out safely: Madan Mitra pic.twitter.com/VdeE4m1Cpc
— ANI (@ANI) June 8, 2021
ভবানীপুরের শাঁখারিপাড়ায় মদন মিত্রের পৈতৃক বাড়িতে থাকেন স্ত্রী, দুই পুত্র-সহ পরিবারের অন্যান্যরা। ভোরের দিকে ঘুম থেকে উঠে জল খেতে যান মদন মিত্র। আচমকাই চোখে-মুখে কালো ধোঁয়া ঢুকে যায় তাঁর। বাড়ির নিচের তলার ঘরে আগুন দেখতে পান তিনি। আগুনে নীচের তলার ঘরের বইপত্র, জামাকাপড় সব পুড়ে ছাই হয়ে যায়। তৎক্ষণাৎ তিনি ফোন করেন দমকলমন্ত্রী সুজিত বসুকে। দমকলের ৩টি ইঞ্জিন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে অনুমান পুলিশের। দমকলের দ্রুততায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় দমকলমন্ত্রী সুজিত বসুকে ধন্যবাদ জানিয়েছেন মদন মিত্র।
Comments are closed.