করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : বাতিল হয়ে গেল চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। তবে কীভাবে মূল্যায়ন করা হবে তা আগামী ৭ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পাবলিক ওপিনিয়ন নিয়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পরীক্ষা বাতিলের ফলে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
করোনা আবহে আদৌ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এরই মধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, পরীক্ষার বিষয়ে ই-মেলে অভিভাবকদের মতামত নেওয়া হবে। সেই মতো শিক্ষা দফতরে ৩৪ হাজার ই-মেল জমা পড়ে। তার মধ্যে দেখা যায় ৮৩ শতাংশ অভিভাবকই মত দেন করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের পক্ষে। এদিকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-সিবিএসইর মূল্যায়ন যাতে একভাবে হয় তার জন্য কেন্দ্রের কাছে মাস্টার প্ল্যানের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.