ইয়াস পরবর্তী পরিস্থতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় দল
নিজস্ব সংবাদদাতা : ইয়াস পরবর্তী পরিস্থতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় প্রতিনিধিদের দুটি দল। ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি ছাড়াও রয়েছে কৃষি দফতর, পরিবহন দফতর, গ্রামীণ উন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতর, মৎস্য দফতর ও অর্থ দফতরের প্রতিনিধিরা।
আজ সকালে কেন্দ্রীয় প্রতিনিধিদের দল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথরপ্রতিমার উদ্দেশে রওনা দেয়। তাঁরা নৌকায় চড়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, গোসাবা এবং বাসন্তীর গদখালিতে ইয়াস-বিধ্বস্ত এলাকা সরেজমিনে দেখবেন। অন্যদিকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘা-মন্দারমণির বিধ্বস্ত এলাকায় যাবে কেন্দ্রীয় দল।
কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে সেই খতিয়ান তুলে দেবে কেন্দ্রকে। যদিও রাজ্য প্রশাসন এই পরিদর্শনকে মোটেই গুরুত্ব দিতে নারাজ। এর আগে আমফানের সময়ও কেন্দ্রীয় দল এসে ক্ষয়ক্ষতি দেখে যাওয়ার পর সেই অর্থ এখনও দেওয়া হয়নি রাজ্যকে।
Comments are closed.