Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভবঘুরে ও পথশিশুদের পাশে গড়বেতার বন্ধুসমাজ

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার একদল উদ্যমী যুবক-যুবতী মিলে গড়ে তুলেছেন ‘গড়বেতা বন্ধুসমাজ’। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যাত্রা শুরু করে সামাজিক কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়া। লকডাউনে গড়বেতার ভবঘুরে ও পথশিশুদের প্রত্যহ খাবার তুলে দিতে এঁরা প্রতিজ্ঞাবদ্ধ। ‘বন্ধু যখন ভবঘুরে’ প্রকল্পের প্রশংসায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ধাদিকা কিয়াবনী-সহ গড়বেতা স্টেশনে এঁদের রুটিনমাফিক বিচরণ।

- Sponsored -

পাশাপাশি এই হতাশার মধ্যে মানুষের মনে সুস্থ সংস্কৃতিমনস্কতা আরও প্রসারের লক্ষ্যে এবং আরও বেশি করে পরিবেশ সচেতনতা গড়ে লক্ষ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গড়বেতার এই বন্ধু সমাজ আয়োজন করেছে অনলাইন অংকন অনুচ্ছেদ রচনা প্রতিযোগিতা- “পরিবেশ বন্ধু”। ইতিমধ্যেই শতাধিক লেখা ও ছবি জমা পড়েছে। বন্ধুসমাজের যেসব বন্ধু প্রবাসে থাকেন তাদের সাহায্যের হাতও কম নয়। গড়বেতা বন্ধুসমাজের সম্পাদক স্বরূপ ছাতাইত জানান, “আমাদের বন্ধুসমাজ কোভিড মহামারীর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড সারাবছর চালিয়ে যাবে।”

গড়বেতা এলাকায় বন্ধুসমাজের কর্মকাণ্ড ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসা পেয়েছে যা তাঁদের কাজকর্মে উৎসাহ দিচ্ছে।গড়বেতা বন্ধু সমাজে সম্পাদক স্বরূপবাবু ছাড়াও সভাপতি হিসেবে রয়েছেন অভয় মিশ্র, কোষাধ্যক্ষ রয়েছেন রয়েছেন দেবব্রত পাল।এছাড়াও রয়েছেন গোবিন্দ নস্কর, গোবিন্দ বেরা, অভীক চট্টোপাধ্যায়, দেবব্রত পাল, দেবশুভ্রা রায়, রণিত সরকার , রাজেশ দুলে, শুভময় রায় বাপ্পা রায়, হরেন্দ্রনাথ সাহা ও দেবজিৎ দে-সহ একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.