Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মোদির নেতৃত্বে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সফল ভারত, দাবি অমিত শাহর

নিজস্ব সংবাদদাতা : ভারত করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সফল হয়েছে। আর তা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাতে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাজ্য সরকার ৯টি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর প্রক্রিয়া শুরু করেছে। ভার্চুয়ালি এই শিলান্যাস অনুষ্ঠানে অমিত শাহর দাবি ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। শাহ এদিন বলেন, ‘অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩ হাজার ৫০০ টনে নেমে এসেছে। এটাই প্রমাণ করছে,  করোনার সংক্রমণ কমছে। নরেন্দ্র মোদির সুদক্ষ নেতৃত্বের কারণেই সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সক্ষম হয়েছে দেশ।’

- Sponsored -

গুজরাত সরকার এনজিও বল্লভ ইয়ুথ অর্গানাইজেশনের মাধ্যমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করল তিলকভাদা, সাগবাড়া, আহমেদাবাদ (সোলার সিভিল), দাশক্রাই, কলাবাদ, কাপাদভঞ্জ, ভানওয়াদ, মেহসানা এবং পোরবন্দরের ৯টি হাসপাতালে। ভার্চুয়ালি এই অক্সিজেন প্ল্যান্ট স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭ হাজার ৭১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩৬ হাজার ৯৯৩ জন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছে দেশে কিছুটা করোনা সংক্রমণ কমলেও চিন্তামুক্ত মোটেই নয়। এখনও অনেক পথ অতিক্রম করতে হবে আমাদের। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন আত্মতুষ্টি কোভিড মোকাবিলায় অন্তরায় না হয়ে দাঁড়ায়!

গুজরাতের ওই অনুষ্ঠানে অমিত শাহ আরও দাবি করেন, ‘উন্নত দেশগুলি হিমশিম খেলেও ভারত এগিয়েছে পরিকল্পনা করে চলার জন্য। ভারতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৩৫ কোটি দেশবাসী করোনার লড়াইয়ে যোগ দিয়ে এই সাফল্য পেয়েছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.