‘বিজেপির নেতাদের বলব সংযত হন, মানুষের রায় মেনে নিন’, নবান্নে বললেন মমতা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল আসা নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরে কিছু অশান্তি হয়। আমরা ব্ল্যাক স্পটগুলি চিহ্নিত করেছি। আমরা সেগুলিতে যথাযথ ব্যবস্থা নেব।২৪ ঘণ্টাও হয়নি সরকারের, তার মধ্যেই চিঠি দেওয়া হচ্ছে, সেন্ট্রাল টিম চলে আসছে। কেন্দ্রীয় মন্ত্রী চলে আসছে। বিজেপির নেতাদের বলব সংযত হন। মানুষের রায় মেনে নিন। মানুষের রায় মেনে নিতে পারেননি বলেই এই সব ঘটনা ঘটছে।’
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘কেন্দ্রীয় টিম দিল্লির হিংসার তো যায়নি, হাথরাসের সময় তো যায়নি, এত লোক অক্সিজেন পাচ্ছেন না, কই তখন তো আসেনি, ভ্যাকসিনের জন্য টিম আসেনি তো! আমি চাই না চাই না হিংসা হোক। প্রয়োজন নেই, রাজনৈতিক মিছিল মিটিং নেই, তবু কেন্দ্রের মন্ত্রীরা গ্রামে গ্রামে দিয়ে হিংসার পরিস্থিতি করছে।’
বাংলার বাইরে থেকে নেতা-মন্ত্রীদের আসা-যাওয়া নিয়েও এদিন তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘এবার থেকে যদি কোনও মন্ত্রীরা বাইরে থেকে আসেন, তাঁদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যদি তাঁরা বিশেষ বিমানেও আসেন, তাহলেও তাঁদের ছাড় দেওয়া হবে না। করোনা ধরা পড়লেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত।’
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিজেপি হোক বা তৃণমূল, যে দলের নেতারাই ২০২১ সালের নির্বাচনী হিংসায় প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। তাঁদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
Comments are closed.