মুখ্যমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির, ভরাডুবির পরে ‘মমতা দিদি’ বলেই সম্বোধন

নিজস্ব সংবাদদাতা : বাংলায় নির্বাচনপর্বে প্রচারে এসে মোদির মুখে বার বার শোনা গিয়েছিল ‘দিদি-ই-ই-ই ও দিদি-ই-ই-ই’ ডাক। এবার বাংলায় বিজেপির ভরাডুবির পরে অন্য সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। আর ‘দিদি ও দিদি’ বলে সম্বোধন নয়। তৃতীয়বার বাংলার মসনদে বসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মমতা দিদি’ বলেই সম্বোধন প্রধানমন্ত্রীর। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন’। রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।
Thank you @narendramodi ji for your wishes.
I look forward to the Centre's sustained support keeping the best interest of WB in mind.
I extend my full cooperation & hope together we can fight this pandemic amid other challenges & set a new benchmark for Centre-State relations. https://t.co/DORcTPb2UG
— Mamata Banerjee (@MamataOfficial) May 5, 2021
পাল্টা ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘পশ্চিমবঙ্গের স্বার্থে কেন্দ্রের থেকে সহযোগিতা চাই। আমি পূর্ণ সহযোগিতা করব। আশা করব, আমরা একসঙ্গে এই অতিমারীর বিরুদ্ধে লড়াই করব এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ে নয়া দৃষ্টান্ত তৈরি করব।’
Comments are closed.