পরিষদীয় দলনেত্রী নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ ৫ মে

নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেত্রী হিসেবে নির্বাচিত করলেন তৃণমূল কংগ্রেসের বিজয়ী বিধায়করা। এ দিনই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে আপনারা যোগ্য জবাব দিয়েছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।’ এর পাশাপাশি বিধায়কদের সতর্ক করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, আরও দায়িত্ব বেড়েছে আপনাদের।’
Taking note of communication @AITCofficial electing @MamataOfficial as leader of 17th WB Legislative Assembly have invited her to take oath of office of Chief Minister on May 5 at 10.45 am at Raj Bhawan.
In view of current Covid situation function will be with limited audience. pic.twitter.com/OuvzI46oLd
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021
এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, ‘দলের নব নির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৬ মে বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীরা শপথগ্রহণ করবেন। বিধায়কদের শপথ পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রোটেম স্পিকার হচ্ছেন বর্ষীয়ান বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়।’ এদিকে আজ সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।
Comments are closed.