গণতন্ত্রের অন্যতম নজরদারি সংস্থা সংবাদমাধ্যম : সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা : মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মুখ পুড়ল নির্বাচন কমিশনের। আদালতে শুনানির খবর পরিবেশন থেকে সংবাদমাধ্যমকে রোখা যাবে না। আদালতের ভিতরে যে আলোচনা হয়, তা জনস্বার্থই। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘গণতন্ত্রের অন্যতম নজরদারি সংস্থা হল সংবাদমাধ্যম। তাই হাইকোর্টের শুনানিতে কী নিয়ে আলেচনা হল, আদালতের পর্যবেক্ষণ কি- তার খবর করা থেকে সংবাদমাধ্যমকে রোকা যাবে না। গণতন্ত্রের গুরুত্বপূর্ণস্তম্ভ হল হাইকোর্ট। তাই সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলোর মনোবলও ক্ষুণ্ণ করতে রাজি নয়।’
কিছুদিন আগে করোনা সংক্রমণের জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করে মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এক পর্যবেক্ষণে বলেন, ‘আপনাদের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।’ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তির বেঞ্চ জানায়, ‘দেশের করোনা পরিস্থিতির জন্য শুধু নির্বাচন কমিশন দায়ী। করোনা সম্পর্কিত বিধি উড়িয়ে যখন প্রচার করছিলেন রাজনৈতিক নেতারা, তখন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন।’ আর মাদ্রাজ হাইকোর্টের এই রায় নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশজুড়ে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে নির্বাচন কমিশন আপিল করলে কার্যত বিপাকে পড়ে তারা। শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘সংবাদমাধ্যমকে রোখা যাবে না। আদালতের ভিতরে যে আলোচনা হয়, তা জনস্বার্থই।’
Comments are closed.