করোনা পরিস্থিতিতে কমছে মেট্রোর সংখ্যা, বদলাছে সময়সূচিও
নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে জেরবার ভারতীয় রেল। ইতিমধ্যেই গার্ড-ড্রাইভারদের করোনা সংক্রমণের জন্য বেকায়দায় হাওড়া-শিয়ালদা সেকশন। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছে মেট্রো রেলের একাধিক কর্মী। এমনকী, যাত্রীদের মধ্যে অনেকেই করোনার উপসর্গ নিয়েই মেট্রোতে যাত্রা করছেন। এই পরিস্থিতিতে ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আপ এবং ডাউন, দুই রুটের জন্য নির্ধারিত সময়সূচি পাল্টানো হচ্ছে। আগামী ২৬ এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে নয়া সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫৮টি ট্রেনের পরিবর্তে ২৬ এপ্রিল থেকে সোম থেকে শুক্র আপ-ডাউন মিলিয়ে ২৩৮টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১৭৩টি ট্রেন চলত। তা কমে হল ১৬১। অন্যদিকে শনিবার ২৩২টির বদলে চলবে ২১৮টি ট্রেন। রবিবার প্রথম ট্রেন সকাল ৯টাতেই থাকছে। তবে শেষ ট্রেনের সময়সীমা এগিয়ে আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা বেজে ৫৮ মিনিটে। আর দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন থাকবে রাত ৯টা বেজে ১০ মিনিটে।
Comments are closed.