‘টিকা উৎসব’-এর সূচনা দিনেই রেকর্ড করোনা সংক্রমণ! রাজ্যে আক্রান্ত চার হাজারের বেশি
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪ হাজার ৩৯৮ জন। করোনা শুরুর সময় থেকে আজ পর্যন্ত একসঙ্গে এত জনের আক্রান্ত হওয়ার খবর সর্বপ্রথম। পাশাপাশি নতুন করে কলকাতা শহরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানা যাচ্ছে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে মোট ৪০ হাজার ৩৭২ জনের। তার মধ্যে ৪ হাজার ৩৯৮ জনের করোনা ধরা পড়েছে। তবে সংক্রমণ বাড়লেও করোনা সংক্রমণ বাড়লেও সমান তালে চলছে টিকাকরণের কাজ। শেষ ২৪ ঘণ্টার রাজ্যে ২ লক্ষ ১৭ হাজার ১৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মোট ৭৮ লক্ষ ৯১ হাজার ৬৫০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
এদিকে দেশজুড়ে সংক্রমণ রুখতে ‘টিকা উৎসব’-এর আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। ১১ এপ্রিল, রবিবার থেকে শুরু হওয়া এই টিকা উৎসব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই ৪ দিনে সব রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যত বেশি সম্ভব মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে।
‘টিকা উৎসব’ নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘আজ থেকে ভারতে টিকা উৎসব শুরু হচ্ছে। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমি দেশবাসীর কাছে ৪ আবেদন করতে চাই।’ প্রধানমন্ত্রীর এই ৪টি আবেদন হল, ‘প্রত্যেকে একজনকে টিকা দিন, প্রত্যেকে একজনের চিকিৎসা করুন, প্রত্যেকে একজনকে বাঁচান, মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করুন’।
Comments are closed.