কালবৈশাখী, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব সংবাদদাতা: পঞ্চম দফার ভোটের দিন অর্থাৎ শনিবার কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস। পুরুলিয়া , বীরভূম সহ কয়েকটি এলাকা বাদে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর২৪ পরগনা, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতাতেও এদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সতর্ক করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে৷ এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। শনিবার ভোট রয়েছে উত্তরবঙ্গেও । দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় এদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নির্বাচনী উত্তাপের সঙ্গে রাজ্যে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ। তারমধ্যেই বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। টানা অস্বস্তির পর এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি দেবে রাজ্যবাসীকে।
Comments are closed.