সিআরপিএফ ঘেরাওয়ের পরামর্শ মমতার, রিপোর্ট তলব কমিশনের
নিজস্ব সংবাদদাতা : চতুর্থ দফা ভোটের আগে সিআরপিএফ ঘেরাওয়ের পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিআরপিএফ যদি গণ্ডগোল করে, আপনারা মেয়েরা একদল ওদের ঘেরাও করে রাখবেন, আর একদল ভোট দিতে যাবেন৷ শুধু ঘেরাও করে রাখলে ভোটটা দেওয়া হবে না৷ এটাই বিজেপি-র চাল৷ ফলে ভোট নষ্ট করবেন না৷ পাঁচজন ঘেরাও করবেন, পাঁচজন ভোট দেবেন৷’ মমতার অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করছেন। বহু গ্রামে ঢুকে মহিলাদের ভোট দিতে যেতে বাধা দিচ্ছেন। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় বাহিনীকে রুখে দেওয়ার দাওয়াইয়ের কথা বলেন তৃণমূল নেত্রী।
অশান্তি পাকাতে এলে সিআরপিএফকেও ঘেরাও করার এহেন নিদানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দলীয় কর্মীদের প্ররোচিত করতেই এই মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী৷ মমতার বক্তব্যকে সেন্সর করা হোক, দাবি জানিয়েছে গেরুয়া শিবির।
তৃণমূলনেত্রীর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই সাধারণ ভোটারদের হেনস্থা করছে কেন্দ্রীয় বাহিনী৷ মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, প্রকৃত সিআরপিএফ জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধাশীল৷ কিন্তু যাঁরা ভোটারদের বিজেপি-কে ভোট দেওয়ার জন্য তাঁদেরকে তিনি সম্মান করতে পারবেন না৷ পাশাপাশি আরও বলেন, তিনি চান ভোট শান্তিতে হোক৷ কেন্দ্রীয় বাহিনী যাতে যথাযথ ভাবে নিজেদের দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই।
এদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলনেত্রীর মন্তব্যের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলেই খবর।
Comments are closed.