‘দিদি আপনার খেলা এ বার বন্ধ হবে’, ডুমুরজলায় হুঁশিয়ারি মোদির
নিজস্ব সংবাদদাতা: হাওড়ার ডুমুরজলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র-মাঝারি শিল্প এক সময় বাংলার শক্তি ছিল, আজ তার কী পরিস্থিতি, তা সকলে দেখছেন। এর একটাই কারণ, বছরের পর বছর ধরে চলে আসা কুশাসন এবং দিদির সরকারের দুর্নীতি। দুর্নীতপরায়ণ সরকার বাংলাকে দুর্দশা ছাড়া কিছু দেয়নি। দিদি ১০ বছরের রাজত্ব, পৌরসভা, পৌরনিগমগুলি মানুষকে পরিষেবা প্রদানে গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা, জল, পার্ক নির্মাণে কাটমানি এবং দুর্নীতিতে প্রাধান্য দিয়েছে।’
একুশের নির্বাচনে তৃণমূল হেরে গেলেই দলটি উঠে যাবে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এই নির্বাচনে কড়ায় গণ্ডায় হিসেবে নেবেন। দিদি এত অহঙ্কারী যে বাংলার ভোটারদের নিজের জমিদারি ভাবছেন। দিদির তোলাবাজ, সিন্ডিকেট, অন্যায়-অত্যাচারী এবং হত্যাকারী সরকারের উপর সকলে ক্ষুব্ধ।’ এরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি আপনার খেলা এ বার বন্ধ হবে। ২ মে-র পর ডাবল ইঞ্জিন সরকার হাওড়া-সহ গোটা বাংলায় আসল পরিবর্তনের জন্য কাজ করতে আসছে। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই গরিব, কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তদের রেহাই দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। আয়ুষ্মান যোজনা, কিসান সম্মান নিধি সকলের জন্য সুনিশ্চিত করা হবে। বাংলার মানুষের কাছে আমরা সেবার সুযোগ চাইছি। দিদি বলেন, আমরা দেখে নেব। বিজেপি বলে আমরা সেবা করব।’’
Comments are closed.