তীব্র দাবদাহের পর চৈত্রের বিকেলেই প্রথম কালবৈশাখী, একাধিক জায়গায় শিলাবৃষ্টি

নিজস্ব সংবাদদাতা : তীব্র দাবদাহের পর রবিবাসরীয় সন্ধ্যায় স্বস্তি বয়ে আনল কালবৈশাখী। এদিন দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ছে, ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড় হয়েছে কলকাতা শহরে। কয়েকটি জায়গা থেকে শিলাবৃষ্টিরও খবর মিলেছে। মরশুমের প্রথম কালবৈশাখীতে বীরভূমের দুবরাজপুর ও বর্ধমানে একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। হুগলির চুঁচুড়া, ব্যাণ্ডেল, সিঙ্গুর, শ্রীরামপুর ও বর্ধমানের বেশকিছু জায়গাতেও শিলাবৃষ্টি হয়। বোলপুরে ঝড়ের দাপটে উপড়ে গেল গাছ, নদিয়াতেও স্বস্তির বৃষ্টি। ভেঙে পড়ে গাছ, বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Comments are closed.