Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বারাসতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৮ তৃণমূল নেতা-কর্মী

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বারাসত। তৃণমূলের দেওয়াল লিখনের সামনে বিজেপির ব্যানার রাখা নিয়েই সংঘর্ষের উৎপত্তি। বারাসতের ৭ নং ওয়ার্ডের ৫৭ কাঠা এলাকায় হওয়া সংঘর্ষে তৃণমূলের অন্তত আট জন আহত হয়, যার মধ্যে দুজনের আঘাত গুরুতর। এছাড়াও মাথা ফেটেছে, সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও দাপুটে তৃণমূল নেতা অরুণ ভৌমিকের ।

তৃণমূলের অভিযোগ, পোস্টার-ব্যানার বিতর্ক মেটাতে গিয়ে বিজেপি দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন অরুণ ভৌমিক। অরুণ ভৌমিক ও গুরুতর আহত রহমত আলি, মুসারফ গাজি-সহ আট তৃণমূলের নেতা সমর্থককে নিয়ে আসা হয় বারাসতের যশোর রোডের পাশে বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। যদিও বিজেপি ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ফল বলে অভিযোগ করেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ সুপরিকল্পিত ভাবে রড ও বাঁশ নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থক ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

- Sponsored -

বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ বারাসতের মালদ্বীপ লাগোয়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের সমর্থনে দেওয়াল লিখনের ঠিক পাশেই বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জির সমর্থনে একটি ব্যানার লাগায় বিজেপি সমর্থকরা। তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপির ব্যানার নিয়ে আপত্তি তোলে। তৃণমূলের বক্তব্য দেওয়াল লিখন ঢেকে যাচ্ছে বিজেপির ব্যানারে। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। ঘটনাস্থলে যান অরুণ ভৌমিক। তিনি সরিয়ে নিতে বলেন বিজেপির ব্যানারটিকে। বিজেপির আপত্তি থাকায় দু দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির এক সমর্থককে চড় থাপ্পড় মারা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন দিক থেকে জড়ো হয় বিজেপি কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা প্রচুর সংখ্যায় এসে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কর্মীদের ওপরে । এমনকী রড-বাঁশ নিয়ে একতরফা আক্রমণ চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ করে তৃণমূল।

ঘটনাস্থলে পুলিশ এলেও তাদের সামনেই হামলা চলে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে বলে জানায় তৃণমূল নেতৃত্ব।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.