ময়না তদন্তের রিপোর্ট! শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু মইদুল মিদ্দার

নিজস্ব সংবাদদাতা: পুলিশের লাঠিতে নয়। শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ডিওয়াইএফআই নেতা মইদুল মিদ্দার। ময়না তদন্তের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে বলে দাবি পুলিশের।
সূত্রেরখবর, রিপোর্টে বলা হয়েছে, মৃতের শরীরে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ অসুস্থতার কারণে আগেই বিকল হয়ে গিয়েছিল মইদুলের। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মইদুলের হাঁটুতে আঘাতের চিহ্ন থাকলেও সেই আঘাত মৃত্যুর কারণ নয় বলেই জানাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট।
গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁকুড়ার ডিওয়াইএফআই নেতা মইদুল মিদ্দা। ১৫ তারিখে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশের লাঠিতে মইদুলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে সিপিএম।
Comments are closed.